পূর্ব শত্রুতার জের ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়েনের ব্রাহ্মণঘাটার গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের নাম না থাকাকে কেন্দ্র করে দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ারম্যান গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারধর করে টেনে কমিউনিটি সেন্টারের বাইরে এনে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে লোকজন উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পটিয়া উপজেলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি একেএম সামসুজ্জামান চৌধুরী বলেন, আমি শুনেছি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের অনুসারীরা জিতেনের ওপর হামলা চালিয়েছে। ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ায় জুমার নামাজের পরে তার ওপর হামলা চালানো হয়। তার মাথায় আঘাত লেগেছে। ইট ও লোহার রড দিয়ে আঘাত করায় তার হাত ভেঙে গেছে।
এ প্রসঙ্গে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, বিষয়টি জানতে পেরে আমার খুবই খারাপ লেগেছে। এটা রাজনীতির ভাষা হতে পারে না। কোনো অবৈধ-অনৈতিক কর্মকাণ্ড আমি পছন্দ করি না, সমর্থনও করি না। এ ধরনের কাজ অন্তত নিন্দনীয়।
এ বিষয়ে জানতে জিতেন বাবুর মোবাইলে কল দেওয়া হলে সেটও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিম বলেন,আমি খবর পেয়ে তাকে গিয়ে রক্ষা করেছি।’
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পূর্ব শত্রুতার জের ও ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের ছবি দেয়া নিয়ে তার লোকজন জিতেন গুহকে মারধর করেছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।