আমাদের অধিকার,আমাদের ভবিষ্যৎ,এখনই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাাঁর সাপাহারে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা ১১টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেক্স/ইপার এর সহযোগিতায় ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদে থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের প্রজেক্ট অফিসার ফারহানা উর্মী জানান- জাতি,ধর্ম, বর্ণ,অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান; এবং বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষে আমাদের এই প্রকল্প কাজ করছে।
এসময় অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান,সচিব মাহাবুবুর রহমান,কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার সাদ্দাম সরকার ও কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার মেরিনা ইসলাম বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ডাসকো’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।