ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাজেদার জনসভায় আ.লীগ সভাপতিকে গণপিটুনি

admin
August 20, 2015 8:04 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জনসভায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গণপিটুনির শিকার হয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

বুধবার বিকালে সালথার ইউসুফদিয়া গ্রামে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে দুই শতাধিক কর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগে যোগদান উপলক্ষ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান দুই শতাধিক কর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। এর পরপরই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থক আনোয়ার হোসেন তার অনুসারীদের নিয়ে সভাস্থলে আসেন। মঞ্চের কাছে দাঁড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মঞ্চ থেকে নিচে নেমে আসলে অপর পক্ষের লোকজনের পিটুনির শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এর আগে সাজেদা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান। তার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মীও আওয়ামী লীগে যোগ দেন।

সালথা থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াহিদুজ্জামান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে আটকের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

http://www.anandalokfoundation.com/