14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

আজ ৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে গত ০১ অক্টোবর হামদর্দ কার্যালয়ে ফ্যাসিস্ট কায়দায় প্রতিষ্ঠানের দখলদারিত্বের হীন উদ্দেশ্যে জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক, লেখক ও শিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদ ও হামলার মদদদাতা হামদর্দ ডিরেক্টর ফ্যাসিবাদের দোসর খুনী মুরাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে নেতা ট্রাব’র সহ-সভাপতি জাকির হোসেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ট্রাব’র সাধারণ সম্পাদক চ্যানেল আই’র সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস এম নাসির,

অর্থকথার নির্বাহী সম্পাদক সার্ক জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজ রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতা সাংবাদিক গোলাম মোস্তফা, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে আওয়ামী দোসররা জনপ্রিয় সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর নেক্কারজনক হামলা চালিয়েছে হামদদ কার্যালয়ে। এই হামলার সাথে যারা জড়িত তারা বিগত দিনে লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি করেন এবং অসুস্থ আমিরুল মোমিনিন মানিক এর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

http://www.anandalokfoundation.com/