ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার কোনো বেকায়দায় নেই যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে

Link Copied!

‘সরকার এমন কোনো বেকায়দায় নেই যে আদালতে দন্ডিত বেগম খালেদা জিয়াকে যেকোনো উপায়ে মুক্তি দিতে হবে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তিন দিনব্যাপী ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ১৪২৬’ উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি নেতাদের সংসদে যোগ দেবার বিএনপি’র দেয়া শর্ত প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আদালতে দন্ডিত হয়ে কারাগারে আছেন, আদালতে জামিন পাওয়াই তার মুক্তির পথ। আর প্যারোলের বিষয়টি হচ্ছে, দন্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে চাইলেই কেবল তা বিবেচনার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দেয়া যায় না। বিএনপি নেতারা কেনো অবান্তর কথা বলেন, তা বোধগম্য নয়।’
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত বিএনপি’র নেতাদের সংসদে যোগ দেবার বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান বলেন, ‘যারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা সংসদে তাদের কথা বলার জন্যই করেছে, সংসদে না যাবার জন্য নয়। সুতরাং শপথ নেয়া তাদির দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি মনে করি তারা সে দায়িত্ব পালন করবেন, কারণ তাতে বিএনপি’রই মঙ্গল। এখন তারা রাজপথে যে কথা বলছেন, সেটা তারা সংসদে গিয়ে বলার সুযোগ পাবেন। আমি তাদের আহ্বান জানাবো সংসদে যোগ দেবার জন্য।’
‘কোনো শর্তের কারণে বিএনপি সংসদে যোগ দেবে এমন কোনো বিষয়ই নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচিত হয়েছেন যোগ দেবার জন্যে, সেটি না করে, শপথ না নিয়ে, ভোটদাতাদের অবজ্ঞা করা অনুচিত বলেই আমি মনে করি।’
http://www.anandalokfoundation.com/