মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নাদভী বলেছেন, শান্তির ধর্ম ইসলামের শিক্ষা বিস্তারে বর্তমান সরকার সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি হাউজের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামে একটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।
প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নাদভী এমপি আরো বলেন, জঙ্গিবাদমুক্ত করতে প্রকৃত ইসলামের শিক্ষাকে কাজে লাগাতে হবে। ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ হারাম, এটি নিয়ে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এর আগে তিনি মগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অপর একটি মসজিদের উদ্বোধন করেন।তিনি মাগুরার প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দুটি মসজিদ নির্মাণ হওয়ায় সন্তোষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে আরো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরীতে সহায়তার আশ্বাস দেন তিনি ।