নিজস্ব প্রতিবেদক: গাউসুল আযম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদকের পদে আমাকে সেখানকার লোকজন বসিয়েছে। এই পদে বসতে চেয়েছিলেন জালাল আহমেদ জসিম নামের এক দোকান মালিক। সেটা না পাওয়ার কারণে তিনি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। যার সকল অভিযোগ ছিল মিথ্যা ও বানোয়াট।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক পাল্টা সংবাদ সম্মেলনে এ দাবি করেন মার্কেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে চান্দু কামাল। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কেটের অন্য সদস্যরা। তাদের মধ্যে এখলাস, ইসমাইল হোসেন হিরু, রফিকুল আলম, সেলিম আকন, জাকির প্রমুখ।
কামাল হোসেন বলেন, গত ১ ফেব্রুয়ারি এই ভবনে বসে জালাল আহমেদ জসিম দাবি করেন গাউসুল আযম মার্কেটে আমার কোনো দোকান নেই। তারপরও আমি কিভাবে সাধারণ সম্পাদক হলাম? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মার্কেটে ৩৩২ নম্বর দোকানটি আমার। তাই তার এই অভিযোগ মিথ্যা।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে জসিম চাঁদা চাওয়ার যে অভিযোগ এনেছেন তা মিথ্যা। আমি কোনো চাঁদাবাজ নই। জসিম দাবি করেছেন তার বাড়িতে হামলা হয়েছে। সেই হামলা তার নির্দেশে হয়েছিল। বাস্তবে আমি কিংবা আমার কোনো লোক তার বাড়িতে যাই নাই। যদি যেত তবে রাস্তার ভিডিও ফুটেজ থাকতো। এমন কোনো ফুটেজ জসিম দেখাতে পারেনি।
মো. হোসেন মিথুন তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। মো হোসেন মিথুনকে তিনি চেনেন না। এই মিথুন জসিমের সঙ্গে কি করেছে তা অবগত নন তিনি। তার দোকানে কারা তালা মেরেছিল সেটা তিনি জানেন না।
তিনি আরো বলেন, মার্কেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তখন তিনি তালাবন্ধ দোকান দেখতে পান। কারা এই তালা লাগিয়েছে, তা তিনি জানেন না। মূলত জসিম ৫ আগস্টের পর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। যে কারণে মার্কেট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুতের বিল কম বেশি নিয়ে জসিমের অভিযোগ ছিল। সে কারণে তিনি বেশ কয়েক মাস বিদ্যুৎ বিল দেননি।
কামাল হোসেন আরো দাবি করেন, ছাত্র জীবনে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতি করতেন। তার সঙ্গে বর্তমান ও আগের কমিটির জানাশোনা আছে। ৫ আগস্টের পর মার্কেটের লোকজন আমাকে পীড়াপীড়ি করে সাধারণ সম্পাদকের পদে বসান। সেদিন ফুল দিয়ে জসিমও আমাকে বরণ করে নিয়েছিলেন। আজ তিনি এই পদের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট গল্প বলে যাচ্ছেন। যার কোনো বাস্তব ভিত্তি নেই।