সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ আমারও সংসার ছিল। ফসলী জমি, পালের গরু বসত বাড়ি আগ্রাসী পদ্মায় নিয়েছে। এখন মাথা গোজার ঠাই নাই। অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ঘর করে কোন রকম থাকি। এর পূর্বেও কয়েকবার নদী ভাঙ্গনের কবলে পড়েছি কিন্তু তখন সরকারী ত্রাণ বা মানুষের কাছে সাহায্য চাই নাই।
এবারের ভাঙ্গনে আর কিছুই রইলনা, সংসারে অভাব তাই সরকারী ত্রাণ নিতে এসেছি। এমন কথা বললেন জাজিরা উপজেলার কলমিরচর রিয়াজউদ্দিন মাদবরের কান্দি গ্রামের সুলতান মাদবরের স্ত্রী আমেনা। স্বামী ঢাকায় এ্যালুমিনিয়াম ও স্ট্রীল তৈঁজসপত্র বিক্রি করেন। ছেলে রাসেল, রাকিব, শাকিল, মেয়ে শিউলী, মৌসুমী ও সুমিদের নিয়ে স্থানীয় আলী হোসেন ফকিরের ১০ শতাংশ জমি ভাড়া নিয়ে ঘর তুলেছে। মানবেতর জীবন যাপনের তাড়নায় সহায় পেতে ত্রাণ নিতে আসছেন বলে জানান আমেনা। কোরবানীর ঈদ কবে আর কি ভাবে ঈদ পালন হবে তা নিয়ে তাদের কোন চিন্তা নাই। চিন্তা শুধু জীবন যুদ্ধে বেঁচে থাকা।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মার ভাঙ্গনে সর্বস্বহারা মানুষের ঈদ আনন্দ কবে থেকেই শিথিল হয়েছে। এমনও অনেকে পরিবার আছে যারা গরীব অসহায় মানুষকে যাকাত, ফেতরা দিতেন আর প্রতি বছর কোরবানী করতেন তাদেরও অনেককে সরকারী সাহায্য নিতে দেখা গেছে। নিয়তি যেন এ সকল মানুষকে পথে নামাতে একটুকুও কারপন্য করেনি। ভাঙ্গন কবলিত মানুষের মাথা গোজার একমাত্র আশ্রয় অন্যের কাছ থেকে ভাড়া নেয়া জমি। এমন একজন খেজুর তলা এলাকার মোতালেব দর্জীর স্ত্রী শিরিন বেগম। শিরিন বেগম পদ্মার আগ্রাসী ভাঙ্গনে সকটুকু হারিয়ে আশ্রয় নিয়েছেন নড়িয়া পৌর এলাকার বাংলা বাজারে। সেখানে ৩ হাজার টাকায় ৪ শতাংশ জমি ভাড়া নিয়েছেন। চার কন্যা সন্তান সাথী, বিথি, সুমি ও রুমাকে নিয়ে মাথা গোজার ঠাঁই করতে ছোট একটা ঝুপড়ি তৈরী করেছেন। যেখানে ত্রাণ বা সহায়তা প্রদানের কথা শুনেন সেখানেই ছুটে যান ত্রান পেতে। হোক সরকারী, বে-সরকারী বা মালিকানা ত্রাণ। তবে বিগত দিনে কল্পনায়ও ভাবেননি শিরিন যে একদিন নিয়তি তাকে ত্রানের জন্য দারে দারে ঘুরাবেন। বেঁচে থাকার তাগিদে তার একটুও লজ্বা লাগেনা ত্রাণ খুঁজতে। ঈদ কি ভাবে কাটবে তাতো দূরে ঈদ কবে তাও জানা নাই শিরিনের।
দিন পার হলেই ঈদ-উল-আযহা। পদ্মার ভাঙনে সর্ব শান্ত এলাকার মানুষ গুলো ঈদ আনন্দ থেকে বঞ্চিত। প্রতিবার কোরবানী ঈদে পশু কোরবানী দিলেও এবার ভাঙ্গের নির্মম পরিহাসে এখন মাথা গোজারই ঠাঁই নেই। বাপ দাদার ভিটে মাটি হারিয়ে নিস্ব আমরা। পদ্মার ভাঙন আজও অব্যাহত রয়েছে। ঈদের নামাজ আদায় করার স্থান নিয়ে শঙ্কায় আছি। সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে আমাদের এখন বসবাস। তাই ঈদের আনন্দের কথা ভাবাও আমাদের জন্য এখন দু-স্বপ্ন। পবিত্র ঈদ-উল-আযহা’র আনন্দময় কথা গুলো জানতে চাইলে প্রতিবেদকে এমন কথা বলেন কুন্ডেরচর ইউনিয়নের কলমিচর খালাসী কান্দি গ্রামের কুদ্দুস খালাসী।
শনিবার এমন তথ্য জানা যায়, শতাধিক শিরিনদের কাছ থেকে। কুন্ডেরচর ইউনিয়নের ইয়াকুব মাদবর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনার ত্রাণ হিসেবে এক হাজার টাকা করে নদী ভাঙ্গন কবলিত ৪০১ জন মানুষের মাঝে বিতরণ করা হয়। তখন ত্রাণের স্লিপ পায়নি অনেকেই আবার স্লিপ পেয়েও অনেকে ত্রাণের অর্থ পায়নি। তখন জেলা ত্রাণ কর্মকর্তা অরুণেন্দ্র কিশোর চক্রবর্ত্তী জানায়, ভাঙ্গন কবলিত যে সকল লোকজন সাহায্য পায়নি পরবর্তীতে তালিকা করে তাদের ত্রাণ দেয়ার ব্যবস্থা করা হবে। এখানে অনেকে অভিযোগ করে যে ত্রাণ পায়নি তাদের বাড়ি নদী ভাঙ্গছে তবে এবছর না। তাই তাদের তালিকা করা হয় নাই। তবে ঈদ উদ্যাপনের জন্য আলাদা কোন ত্রাণের ব্যবস্থা করা হয় নাই।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, উপজেলার ভাঙ্গন কবলিত বড়কান্দি, বিলাশপুর ও কুন্ডেরচর ইউনিয়নের ৮১১ জন ভাঙ্গন কবলিত মানুষের তালিকা করে প্রত্যেককে ১ হাজার টাকা করে দিয়েছি। পরবর্তীতে সরকারী কোন বরাদ্দ এলে পুনঃরায় ত্রাণ দেয়া হবে।