মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকা এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম অপু রঞ্জন দে (৩২)। তার বাড়ী উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিহত অপুর মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, আমরা নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
ঘাতক বাসটিকেও তারা আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।