মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিভিন্ন মামলায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, বিভিন্ন মামলায় শ্রীপুর গ্রাম থেকে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ধুলু, বরিষাট গ্রামের স্বপন চৌধুরীকে গাড়ী পোড়ানো মামলায়, খড়িবাড়িয়া গ্রামের জাহিদ ও রুবেলকে চাঁদাবাজী মামলায় ও গোয়ালপাড়া গ্রামের বদিয়ার রহমানকে সন্দেহজনক আটক করা হয়েছে। আটক ৫ জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে