সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।
রবিবার সকালে শ্যামনগর পৌরসভার বাজার ঘুরে ঘুরে দ্রব্য মূল্যের দাম যাচাই, বাজারের মধ্যে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরানো, বাজার পরিস্কার পরিচ্ছন্নতা,পন্যের তালিকা টানানো সহ অন্যান্য বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার।
বাজার মনিটরিংকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুব্রত বিশ^াস, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর মোল্যা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সোলায়মান কবীর, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, ছাত্র প্রতিনিধিবৃন্দ প্রমুখ।