14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগর গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্বীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

৩১ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব  মোহাম্মদ হাবিবুর রহমান,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক(পিপিএম),সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা পওর -১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম সহ বিভাগীয়,জেলা,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রি পরিষদ সচিব পরিদর্শনকালে গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম বলেন সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে সরবরাহ করা হলে গাবুরার জনগণ উপকৃত হবেন।

http://www.anandalokfoundation.com/