ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় গৌতম অধিকারী নামের এক ভূয়া চিকিৎসককে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
পরে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করেন। এ সময় ওই ক্লিনিক সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শৈলকুপা থানার এস আই কামাল হোসেন জানান, দীর্ঘ ৪ বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগিদের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে। ওই চিকিৎসক মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।