শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশন শুরু করছে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
পঞ্চম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালকে ক্যাচ দেন সৌম্য। দলের রান তখন ২৯। ১৩ বলে দুই চারে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৩১ রান করেছে সফরকারীরা। তামিম ১৬ রানে অপরাজিত রয়েছেন। অপরপ্রান্তে রানের খাতা খোলার অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান।
ডাম্বুলায় আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আছেন তরুণ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ