খুলনা ব্যুরো: খুলনায় নয় বছরের শিশু হাসমি হত্যা মামলায় তার মা সোনিয়া বেগমসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এই আদেশ দেন।
মামলার পাঁচ আসামির মধ্যে মা সোনিয়া, নূরন্নবী, হাফিজুর রহমান ও রসুলকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। আরেক আসামি রাব্বী সরদারকে আদালত খালাস দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ জুন খুলনা নগরীর কার্তিক কুল এলাকা থেকে শিশু হাসমির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তে জানা যায়, নূরন্নবীর সঙ্গে মা সোনিয়ার পরকীয়ার জের ধরে মায়ের সামনে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় হাসমিকে। পরে তার লাশ সিমেন্টের বস্তায় ভরে খুলনার বাইপাস সড়কের সরদারডাঙ্গা বিলের মধ্যে ফেলে দেওয়া হয়।