ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার দাবীতে মানববন্ধন

admin
October 16, 2016 10:53 pm
Link Copied!

আগৈলঝাড়া প্রতিনিধিঃ সারাদেশে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার দাবীতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।

বিভিন্ন দাবী দাওয়ার ধারাবাহিতকায় রবিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় মানববন্ধন কর্মসূচীর নেতৃত্বদেন। এসময় কলেজের শিক্ষক পরেশ চন্দ্র হালদার নার্গিস আক্তার, মৃনাল কান্তি মন্ডল, মিঠুন কুমার বিশ্বাস, চম্পা রানী দাস, মোঃ এমদাদ উল্লাহ, শ্যামল কুমার রায়, কাজী শাখাওয়াত হোসেন, নিখিল চন্দ্র বিশ্বাস, অসিত বরন চৌধূরী, সঞ্জয় মজুমদার, স্বপন কুমার সমদ্দার, মোঃ রিয়াজ খান সহ কলেজের শিক্ষার্থী ও অফিস সহায়কারী উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/