অবকাঠামো উন্নয়ন, ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান UNOPS এর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে উপমন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দিতে দূর শিক্ষণ কার্যক্রমকে আরো কার্যকর করা হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলা হবে যাতে পাঠদান অধিক কার্যকর হয়।
এসময় সঞ্জয় মাথুর বলেন, UNOPS বাংলাদেশের শিক্ষা খাতের অবকাঠামোর গুণগত উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। আইসিটিকে কাজে লাগিয়ে দূর শিক্ষণের মাধ্যমে অধিক সংখ্যক শিক্ষার্থীকে পাঠদানের আওতায় আনা সম্ভব।