মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় দুটি পৃথক অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বাংলামদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,শার্শাথানার ইছাপুর গ্রামের ইয়াকুব কারীর ছেলে মোজাহিদুল ইসলাম (২৩) রুদ্রপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২) সেতাই গ্রামের হাতেম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৪)।
শনিবার (১২ মার্চ) বিকাল চার টার সময় ডিবি পুলিশ জানায় শার্শা থানা এলাকায় দুটি পৃথক অভিযানে ফেনসিডিল ও বাংলা মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য ১.২০.০০০/-টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত শার্শায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।