14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Rai Kishori
September 5, 2019 1:57 pm
Link Copied!

এম,এ,জলিলঃশার্শা যশোরঃ  যশোরের শার্শা উপজেলায় বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে কাশিপুর গ্রামে তাঁর সমাধি সৌধে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরন করা হয়।
বিজিবি মহাপরিচালকের পক্ষে গার্ড অব অনার প্রদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন।
শার্শা উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলি আওয়ামীলীগের পক্ষে সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বড় ছেলে শেখ গোলাম মোস্তফা কামাল দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।
http://www.anandalokfoundation.com/