সিলেট প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন পালন করছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম। বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ভিসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম জানান, বিকেল ৪টা পর্যন্ত এ অনশন চলবে। এ ছাড়া বৃহস্পতিবার একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি (পরীক্ষা আওতামুক্ত) কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এদিকে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক ফোরাম। ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সাজেদুল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা ভিসি ও আন্দোলনকারী শিক্ষক কারোর পক্ষেই নেই। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সকল বিষয়, শিক্ষকদের প্রমোশন/আপগ্রেডেশন সর্বোপরি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম যে কোনো পরিস্থিতিতে চালু রাখার পক্ষে।