14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়া নির্বুদ্ধিতা!

admin
December 26, 2015 9:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: গয়েশ্বর চন্দ্র রায় বুদ্ধিজীবীদের সমালোচনা করেন। তিনি তাদের সমালোচনা করেন বুদ্ধিজীবী হয়েও ১৪ ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তান সরকারের ‘বেতন-ভাতা নেওয়ায়’।

বিএনপির এই নেতা বলেন, ‘ওই সময়ে (একাত্তরে) ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছে, তারা নির্বোধের মতো মারা গেল। আর আমাদের মতো নির্বোধেরা শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেই। আবার না গেলে পাপ হয়। তারা যদি এত বৃদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকেন কীভাবে?’

তিনি বলেন, ‘নেতৃত্বের অজ্ঞতা এবং আগাম সতর্কতার অভাবে ২৫ মার্চ যারা মারা গেছে, তারা না জানার কারণে। কিন্তু ১৪ ডিসেম্বর যারা মারা গেছে, তারা অজ্ঞতার কারণে মারা যায়নি। তারা জ্ঞাতসারেই ছিলেন। কারণ তখনো তারা প্রতিদিনই তাদের কর্মস্থলে যেতেন এবং পাকিস্তানের বেতন খেয়েছে।

‘যারা পকিস্তানের বেতন খাইলো, তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা। আর যারা পালিয়ে না খেয়ে বেড়ালো, তারা হয়ে গেল রাজাকার। এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার।’

পৌর নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হবে, যা বিএনপির ভবিষ্যত গণতান্ত্রিক আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

http://www.anandalokfoundation.com/