সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পালং ইউনিয়ন আওয়ামীলীগ।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মেহেদী জামিল, জাজিরা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক, জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম নুরুল হক, শরীয়তপুর পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এমএ মজলিস খান, পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক এমপি বলেন, জাতির জনক যখন নিজেকে মুক্তিযুদ্ধে আত্ম নিয়োগ করেন তখনও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠে। দেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি থেমে থাকেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ঠিক তখন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী শক্তি স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। আজও সেই পরাজিত শক্তি জাগ্রত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার যখনই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই স্বাধীনতার বিরোধী শক্তি মাথাচাড়া দেয়। এবার পরাজিত শক্তি আইএস নামে আবার ভিন্ন রূপে হত্যাকান্ড চালাচ্ছে।