জয়ন্ত রায় : লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার পূর্ব দৈলজোর গ্রামে বহুভক্তের সমাগমে ৭ দিন ব্যপি ভাগবত জয়ন্তী চলছে। এবারে ভাগবত জয়ন্তীর ১৬ তম বর্ষ।
এবারের ভাগবত জয়ন্তীর প্রধান অতিথী ছিলেন বাবু নারায়ণ বর্মন এবং তার সাথে আছে গুরুদেব ক্ষেত্রগ্য বর্মচারী।সকল অতিথিদের অতিথীদের শ্রদ্ধা ও ভক্তিসহকারে বরন করেন মন্দিরর পূজারী নরেন্দ্রনাথ বর্মণ এবং পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেন সেতু রানী রায় ও সাগরীকা রানী রায়।
ভাগবত জয়ন্তীর এই মহতি ধর্ম আলোচনায় প্রচুর ধর্ম প্রাণ ভক্তের সমাগম হয়। সকলে গভীর ভক্তি ও মনোযোগের সহীত ভাগবত কথা, ভগবানের কথা শ্রবন করেন। এত ভক্তের ঢল ও সকলের এই ভাগবত প্রেম দেখে অতিথীগন বলেন এমন আবেগাপ্লুত স্থানে ভক্ত আর ভগবানের মিলন ঘটে। আমরা সত্যি খুব গর্বিত সকলের এমন ভক্তিভাব দেখে। ভগবান সবার মঙ্গল করুক।
আজ চলছে ভাগবত জয়ন্তীর ৭ম দিন এবং সমাপ্ত পর্ব কথা। ভাগবত জয়ন্তীর ১ম থেকে ৭ম দিন পর্যন্ত কোন প্রকার সমস্যার সমূক্ষীন হয় নি বলে ভাগবত জয়ন্তী পরিচালকগন স্বস্তির নিশ্বাস ফেলেন । আগামীতেও যেন বিঘ্নিত না হয় তার জন্য সকলে আশাবাদী।