বিশেষ প্রতিবেদকঃ মায়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা হিন্দু শরনার্থীদেরকে নগদ অর্থ দিয়েছেন হিন্দু মহাজোট।
আজ ২৩শে সেপ্টেম্বর শনিবার কক্সবাজারের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে হিন্দু রোহিঙ্গাদের আর্থিক সাহায্য প্রদান করেন।
ত্রাণ বিতরণের সময় হিন্দু মহাজোটের মহাসচিবের সাথে ছিলেন কক্সবাজার জেলার সভাপতি ও কক্সবাজারের ভারপ্রাপ্ত পৌর মেয়র রাসবিহারী দাস, হিন্দু মহাজোট বাহরাইন শাখার নির্বাহী সভাপতি বকুল সূত্রধর ও সিনিয়র সহ সভাপতি সজল দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সংগঠনমন্ত্রী পূর্ণ চন্দ্র মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের নেতৃবৃন্দ।