বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সাথে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কোনো কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পাওয়ার তথ্য-প্রমাণ পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি।
এই কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। প্রতিবেদনটি পাবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদনটি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। তিনি বলেছেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দীন অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দেন। কমিটির অপর দুই সদস্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানও এ সময় তাদের সাথে ছিলেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ১৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ৩০ দিন পর অন্তবর্তীকালীন প্রতিবেদনটি জমা দেয়। ৭৫ দিন পর গতকাল সোমবার চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদন হাতে পাওয়ার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যখন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তখন অন্তবর্তীকালীন প্রতিবেদন এক মাস এবং চূড়ান্ত প্রতিবেদন ৭৫ দিনের মধ্যে দেয়ার শর্ত ছিল। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই দুটি প্রতিবেদন জমা দিয়েছ্। দ্যাট ইজ ইউনিক এবাউট দিস রিপোর্ট। ইটস এ ভেরি ইমপরট্যান্ট রিপোর্ট। কেননা, এটার প্রধান উদ্দেশ্যে হচ্ছে অভ্যন্তরীণ সংস্কার। আমাদের অনেক ল্যাকিং আছে, অনেক দোষ আছে, সেগুলো দেখানোই আসল উদ্দেশ্য।’
তিনি আরো বলেন, ‘টাকা আদায়ের ব্যাপার তো অন্যখানে আছে। এজন্য ইনভেস্টিগেশন চলছে। টাকা আদায়ের ব্যাপার এটা না। এটা হচ্ছে টাকাটা কেন চলে গেল। এটা বের করার জন্যই। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা না ঘটে। তবে এখন দেখা যাচ্ছে সারা বিশ্বেই এরকম কিছু কিছু ঘটনা ঘটছে।’
মুহিত বলেন, ‘বিষয়টি নিয়ে সাংবাদিকরা খুব বেশি হৈচৈ করেছে। অবশ্য এমন ঘটনা নিয়ে শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের সাংবাদিকরাই এমন করেন। তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখন কিছু বলব না। ইট উইল বি পাবলিশড। আমি এটা পড়ে নেই। ১৫ থেকে ২০ দিন পরেই প্রকাশ করা হবে। এটার মধ্যে যা কিছু আছে তাই প্রকাশ করা হবে।’
তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশ যদি থাকে তাহলে তা বাস্তবায়ন করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যা কিছু থাকবে তাই প্রকাশ করা হরা হবে। এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তদন্ত কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রতিবেদন সম্পর্কে বলেন, শর্ত অনুযায়ী ৭৫ তম দিনেই প্রতিবেদন পেশ করা হলো। বাংলাদেশ ব্যাংককে অসংখ্য ধন্যবাদ। তদন্ত কাজে তারা সব রকমের সহায়তা দিয়েছেন। ড. কায়কোবাদ, গকুল চাঁদ দাস আর আমি মিলে রিপোর্টটি করেছি। এর আগে দেয়া অন্তবর্তীকালীন প্রতিবেদনের সঙ্গে বলতে গেলে চুড়ান্ত প্রতিবেদনেরই কিছুই মিল নাই। অনেক পরিবর্তন হয়েছে। একদম আমুল পরিবর্তন হয়ে গেছে। প্রায় ৯০ শতাংশই পরিবর্তন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি কারা দায়ী। কে কোন উদ্দেশ্যে কাজটা করেছে। বাইরের কোন সাইবার ক্রিমিনালরা জড়িত সেটা নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমাদের কর্মপরিধিতেও তা ছিল না। কিভাবে টাকাটা আদায় করা সম্ভব তা দেখেছি। আমরা একটা আশাব্যঞ্জক চিত্র দিয়েছি। বাইরের কোন কোন প্রতিষ্ঠান দায়ী সেটাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যে এভিডেন্স আমরা পেয়েছি তাতে আমাদের পজিশন থেকে খুব বেশি একটা নড়তে পারিনি। এ রিপোর্টের মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের কী ধরণের সম্পৃক্ততা ছিল। এটা আমরা অনুসন্ধান করেছি। বিশ্লেষণ করেছি। এবিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। উচিত হবে না। কারণ, সরাসরি সরকারকে আগে দেখতে হবে।’
অন্তবর্তীকালীন এবং চুড়ান্ত প্রতিবেদনের মধ্যে ৯০ শতাংশ পার্থকের কারণ জানতে চাইলে ফরাসউদ্দিন বলেন, আগেরটা তাড়াহুড়োর মধ্যে ছিল। একটা পরিবর্তনের কারণ হলো। অন্তবর্তীকালীন প্রতিবেদনটি পরে বুয়েটের তিনজন শিক্ষক মিলে অসাধারণ কাজ করেছেন। প্রযুক্তির দিক থেকে আমরা যে লাইনে যেতে চেয়েছিলাম তারা আমাদের নানা রকম তথ্য উপাত্ত দিয়েছেন। সেই ভিত্তিতেই পরিবর্তন হয়েছে।
কোনো চাপে ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো সময় চাপ অনুভব করি না। এক্ষত্রেও কোনো রকমের চাপ ছিল না।
আগের প্রতিবেদনে সুইফটকে দায়ী করার বিষয়ে বলেন, ‘আগে যে দায় দায়িত্ব নির্ধারণ করেছিলাম। তার চেয়ে সামান্য পরিবর্তন হয়েছে। আগে মনে হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। এখন পরিবর্তন হয়েছে। কিন্তু কী ধরণের পরিবর্তন তা প্রতিবেদনে মধ্যে আছে।
তিনি বলেন, ‘সুইফট-এর দায়িত্ব আছে। তারা সম্পূর্ণ দায়ী কিনা, মূল দায়ী কিনা সেটারও বিশ্লেষণ এখানে আছে। কিন্তু সুইফট কখনো তার দায় এড়াতে পারে না। সুইফটের সাহায্য নিয়েই আমরা ভবিষ্যতে সমস্যা সমাধান করতে পারবো।
ফরাসউদ্দীন আরো বলেন, ‘তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারা কারা জড়িত এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনি কিছু বলা ঠিক হবে না। সরকার আগে বিষয়টি দেখবে। এ ঘটনায় সুইফট-এরও দায় আছে। এ ছাড়া চুরি যাওয়া কত টাকা ফেরত আনা সম্ভব এ বিষয়েও একটি ধারণা দেয়া হয়েছে প্রতিবেদনে।’