আজকের রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। আজ রবিবার দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের আজকের দিনটি নতুন পরিবর্তন নিয়ে আসবে। সাধারণ কাজ ছেড়ে পরিবর্তনের প্রতি আকৃষ্ট হতে পারেন আপনারা। সন্তানের তরফে কোনও হতাশাজনক সংবাদ লাভ করবেন। সন্ধ্যা নাগাদ কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। এর ফলে মনে আনন্দ জাগবে। ব্যবসায়ী অংশীদাররা আপনার পরামর্শ ও পথপ্রদর্শন গ্রহণ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান লাভ করবেন। পারিবারিক জীবনে ধন বৃদ্ধি হবে। বাবার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের।
আপনার জন্য পরামর্শঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। রাজনৈতিক উদ্দেশে করে থাকা কাজ সফল হবে। অন্যের সহযোগিতা লাভ করার ফলে মন প্রসন্ন হবে। শাসনক্ষমতার পূর্ণ লাভ তুলবেন। কোনও সরকারি পরিকল্পনার দ্বারা লাভান্বিত হতে পারেন। ভীড় স্থানে যাবেন না। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। হঠাৎ কোনও কাজ এসে পড়ায় দৈনন্দিন জীবনযাপন প্রভাবিত হবে। ব্যস্ততা সত্ত্বেও ভালোবাসার জন্য সময় বের করবেন। এর ফলে জীবনসঙ্গী আনন্দিত হবেন। শিক্ষা ক্ষেত্রে আগত বাধা দূর হবে। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সাদা রেশমী পোশাক করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকদের অফিসে কোনও সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি চলতে থাকলে, তাতে উন্নতি হবে। সন্তান শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য লাভ করার ফলে মন আনন্দিত হবে। সন্ধ্যাবেলা পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দে কাটাবেন। পরিবারের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করার চেষ্টা করবেন। প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। তবে বাজেট মেনে চলতে হবে। সাবধানে যাত্রায় যান।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা বাড়বে। কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে। মা-বাবার সহযোগিতায় পারিবারিক ব্যবসায়িক সমস্যার সমাধান হবে। এর ফলে লাভান্বিত হবেন। সন্ধ্যা নাগাদ প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। সুসংবাদ পাবেন। সম্পত্তি ক্রয়ের জন্য দিন ভালো। আয়ের ক্ষেত্রে উন্নতি হবে। বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পূর্ণ করার ওপর মনোনিবেশ করবেন।
আপনার জন্য পরামর্শঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। সকলে আপনার কাজে প্রভাবিত হবে। এর ফলে লাভান্বিত হবেন সিংহ রাশির জাতক। তবে আজ আপনার নতুন শত্রু সৃষ্টি হতে পারে। ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের লাভ হবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। অর্থ বৃদ্ধি হবে। এই রাশির ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। এ সময়ে আপনি নিজের পরিবারকে কম সময় দেবেন। এর ফলে জীবনসঙ্গী রেগে থাকবে। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করে কাটাবেন। ছাত্রছাত্রীরা শিক্ষা ও প্রতিযোগিতায় বিশেষ সাফল্য লাভ করবেন।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা আজ বিশেষ সাফল্য লাভ করবেন। আইনি মামলায় জয় লাভ করবেন। সম্পত্তি বৃদ্ধি সম্ভব। কর্মক্ষেত্রে চলতে থাকা প্রচেষ্টা সফল হবে। চাকরিজীবীরা পদোন্নতি লাভ করতে পারেন। রোজগার ও ব্যবসার ক্ষেত্রে চলতে থাকা চেষ্টায় আজ আপনি সফল হবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করতে পারেন। সুস্থ হয়ে উঠবেন।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে গুড় খাওয়ান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের আজকের দিনটি ভালো। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। সুসংবাদ পাওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান হবে। সম্পর্ক মজবুত হবে। প্রেম জীবনে নতুন উৎসাহ অনুভব করবেন। কোনও বিদেশি সংস্থায় অংশীদারীর জন্য সময় ভালো। আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। এর ফলে অর্থ লাভ করবেন। পর্যাপ্ত পরিমাণে ধন লাভ করবেন। ভাইদের সহযোগিতায় কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান হবে। সম্পর্ক মজবুত হবে।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি শুভ। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা সফল হবে। এর ফলে মুনাফা লাভ করবেন এই রাশির জাতকরা। সন্তানের উন্নতির ফলে মন আনন্দিত হবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল হবে। সামান্য সমস্যা হলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিন। সরকারি চাকরির সঙ্গে জড়িত জাতকদের নিজের কাজে মনোনিবেশ করতে হবে। তা না-হলে শত্রু আপনার সমালোচনা করতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ে বাবার সাহায্যের ফলে লাভ হবে।
আপনার জন্য পরামর্শঃ আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পিঁপড়েকে আটা খাওয়ান।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির যে জাতকরা রোজগারের সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসবে। নিজের ভবিষ্যতের চিন্তা কম করবেন। বিদেশে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। শ্বশুরবাড়ির কোনও ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ঋণ নিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অফিসে আপনার কর্মশৈলী উন্নত হবে। আধিকারিকদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে নিজের প্রকল্প পূর্ণ করবেন। যা দেখে বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। এর ফলে আপনাদের শত্রু সংখ্যা বাড়তে পারে।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের আজকের দিনটি শুভ। পারিবারিক ও আর্থিক বিষয়ে কোনও সমস্যা থাকলে তার সমাধান হবে। ব্যবসায় বড়সড় মুনাফা লাভ করতে পারেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নেবেন। বাড়িতে কোনও অতিথি আগমন হতে পারে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ পুরো করতে বিলম্ব হবে। জীবনসঙ্গী কোনও উপহার দিতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
আপনার জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। প্রেম জীবনে মানসিক অবসাদ সম্ভব। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম ও ধৈর্য সহকারে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চাকরিজীবীরা সাফল্য লাভ করবেন। ভাই-বোনের মধ্যে কারও বিবাহ সংক্রান্ত আলোচনা প্রবল হবে। প্রেম জীবন আনন্দে কাটবে। সন্তান আপনার পরামর্শে কাজ করবে, যা দেখে আপনার মন প্রসন্ন হবে। বিপরীত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকশিত হবে। রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে বিবাদ বাঁধতে পারে।
আপনার জন্য পরামর্শঃ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। দাম্পত্য জীবনে চলতে থাকা বাধা সমাপ্ত হবে। জীবনসঙ্গীকে কোথাও কেনাকাটার জন্য নিয়ে যেতে পারেন। ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন। অংশীদারীত্বের ব্যবসায় পূর্ণ লাভ করবেন। সন্ধ্যা নাগাদ ধর্মীয় স্থানের যাত্রা করতে পারেন। অন্য়ান্য কাজে ব্যয় সম্ভব। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করার ফলে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। যাত্রার জন্য দিন ভালো।
আপনার জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।