স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ সংকট সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার সকাল ১১টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী গান, নাটক পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী।
সেই সাথে বিভিন্ন প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা।
এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু সুন্দরবনই নয় পুরো বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন বক্তারা। সেই সাথে এর প্রভাবে এর আশেপাশের নদীগুলো ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করেন তারা।