রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮৫০ পিস ইয়াবাসহ সুমন ও রফিককে আটক করেছে। সোমবার বিকালে থানা পুলিশের এসআই আজগর আলী উপজেলা চত্বর থেকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সম্পাদক মোঃ সুমন(২৫) ও শিবদিঘীর লালমিয়ার ছেলে রফিকুল (২৪)কে উক্ত অপরাধে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৯(খ) ধারামতে তাদের আসামী করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রচার সম্পাদক সফিকুল ইসলাম জানান সুমনকে দুই মাস পুর্বে দল থেকে বহিস্কার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।