ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে চাল কেনার অযুহাতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

Rai Kishori
May 9, 2019 6:42 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে ২০ বছর বয়সি এক গৃহবধুকে ধষর্নের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে ধষর্নের চেষ্টা চােিলযেছে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক। বুধবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি গৃহবধু।

সূত্রে জানা গেছে, উপজেলার আবাদপুকুর বাজার উত্তর পারের ইসমাইল হোসেনে ওরফে বাঁশনার ছেলে আব্দুর রহিম বুধবার সকালে পার্শবতী এক গৃহবধুর বাড়ীতে চাল কিনতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে গৃহবধুকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় গুই গৃহবধু চিৎকার করতে থাকলে প্রতিবেশি লোকজন এগিয়ে গেলে আব্দুর রহিম সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু বাদী হয়ে বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ ঘটনাকে ধামাচাপা দিতে একটি প্রবাভশালী মহল জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনার সুষ্ট বিচার চেয়েছেন ওই গৃহবধূ।

ভুক্তভোগি গৃহবধু জানান, তার স্বামী একজন প্রতিবন্ধী ও ভিক্ষুক। বাড়ীতে কেউ না থাকার সুযোগে চাল কিনার অযুহাতে আমার বাড়িতে এসে রহিম আমাকে ধর্ষনের চেষ্টা চালায়। তিনি আরো জানান, এ ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ট বিচার চেয়েছেন ওই গৃহবধূ। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/