বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩৩টি ইটভাটার বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সাফায়েত হোসেন ও ফিল্ড অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য বাদী হয়ে গত সোমবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত বিক্রয় ও বিতরণ করার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিএসটিআই রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযুক্ত ইটভাটাগুলো হচ্ছে মেসার্স খাজা আজমীর ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড কেবিএম-১), মেসার্স খাজা আজমীর ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড কেবিএম), মেসার্স বাংলাদেশ রাঙ্গুনিয়া ব্রিকস (র্ব্যান্ড বিআরবি), মেসার্স কর্ণফুলী ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড কেবিএম), মেসার্স ন্যাশনাল ব্রিকস ওয়ার্কস, মেসার্স বাগদাদ ব্রিকস কো¤পানী, মেসার্স বাগদাদ ব্রিকস কো¤পানী (ইউনিট-২), মেসার্স রাঙ্গুনিয়া স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স রাঙ্গুনিয়া স্ট্যান্ডার্ড ব্রিকস (ইউ-২), মেসার্স চট্টলা ব্রিকস ম্যানু., মেসার্স আব্দুল হালিম এন্ড ব্রাদার্স, মেসার্স ডায়মন্ড ন্যাশনাল ব্রিকস (র্ব্যান্ড ডিএনবি), মেসার্স মাবিয়া এন্ড সন্স (র্ব্যান্ড এমএন্ডএস), মেসার্স লাকী রাঙ্গুনিয়া ব্রিকস (র্ব্যান্ড এলআরবি), মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড বিবিএম), মেসার্স বায়েজিদ ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড বিবিএম), মেসার্স মদিনা ব্রিকস ওয়ার্কস (র্ব্যান্ড এমবিডব্লিউ), মেসার্স খাজা গরীবে নেওয়াজ ব্রিকস, মেসার্স বিছমিল্লাহ খাজা ব্রিকস, মেসার্স মোহাম্মদীয়া ব্রিকস ম্যানু., মেসার্স একতা ব্রিকস কনসার্ন (র্ব্যান্ড এবিসি), মেসার্স ফাইন ব্রিকস ইন্ডা. (র্ব্যান্ড এফবিআই), মেসার্স বায়েজিদ ব্রিকস ম্যানু. কোং (র্ব্যান্ড বিবিএমসি), মেসার্স সাদেক শাহ ব্রিকস (র্ব্যান্ড এসএসবি-২), মেসার্স আজমির ব্রিকস ম্যানু. (র্ব্যান্ড এবিএম), মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস, মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস, মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস ম্যানু., মেসার্স মোহাম্মদীয়া ব্রিকস ম্যানু. এবং মেসার্স বিছমিল্লাহ ব্রিকস ম্যানু.।
বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিচালক সাইদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে উৎপাদিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩ এর ২৪ ধারার পরিপন্থি এবং ৩১-এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় ৩৩টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা দায়ের সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইটভাটার মালিক বলেন, রাঙ্গুনিয়া উপজেলার সর্বত্র ১৪০টিরও বেশি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশেরই বিএসটিআই এর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের ছাড়পত্র নেই। ফলে এসব সংস্থা ম্যানেজ করার জন্য আমরা প্রতিবছর ইটভাটা মালিক সমিতির নামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামশুল আলম ওরফে ইঞ্জিনিয়ার সমশু ও কামাল সিন্ডিকেটকে প্রতিটি ইটভাটা থেকে লাখ টাকা চাঁদা দিয়ে থাকি। এরপরও সরকারি বিভিন্ন সংস্থার অভিযানের নামে হয়রানি ও মামলার ঘানি পোহাতে হয় আমাদের। এভাবে ইটভাটার ব্যবসা করার চেয়ে না করা ভাল বলে মন্তব্য করেন তিনি।