বিশেষ প্রতিবেদকঃ রাঙামাটি জেলার নানিয়রচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাকে নির্মম ভাবে হত্যা করেছে দুবৃত্তরা।
আজ সকাল ১০ টায় নানিয়রচর উপজেলার সামনে তাকে গুলি হত্যা করা হয়।
শক্তিমান চাকমা বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১৯৮৭-৮৮ শিক্ষা বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। জগন্নাথ হলের সদা হাস্যোজ্জ্বল ছাত্রনেতা হিসাবেও যথেষ্ট সুনাম ছিল শক্তিমানের।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এ নির্মম হত্যার প্রতিবাদে আগামীকাল ৪ মে ২০১৮ শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ।