স্পোর্টস ডেস্কঃ বিপিএলের ময়মনসিংহ পর্বে মঙ্গলবার রহমতগঞ্জের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এবারের মৌসুমের শুরু থেকেই চমক দেখিয়ে এসেছে আরামবাগ ক্রীড়া সংঘ। স্বাধীনতা কাপে ব্যর্থ হলেও, ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে তারা।
তাই বিপিএলে সাইফুল বারীর দলের কাছে সমর্থকদের প্রত্যাশাও ছিল বেশি। তবে, লিগে এখনও ফেডারেশন কাপের মত দুর্দান্ত পারফরমেন্স করতে পারেনি আরামবাগের ফুটবলাররা। ৪ ম্যাচে ১ জয়, ২ ড্রয়ে টেবিলের ৭ নম্বরে আছে তারা। তাই রহমতগঞ্জের বিপক্ষে জয় পেতে চায় সাইফুল বারীর দল।
ম্যাচের আগে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করেছে আরামবাগের ফুটবলাররা। দলে কোন ইনজুরি সমস্যাও নেই। তাই ভাল করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কোচ। তবে, ছেড়ে কথা বলতে নারাজ প্রতিপক্ষ রহমতগঞ্জ। শেখ জামাল ও মোহামেডানের মত দলের সঙ্গে ড্র করার পাশাপাশি, শেখ রাসেল ও উত্তর বারিধারাকে হারিয়েছে তারা। তাই ভাল করতে মরিয়া রহমতগঞ্জ।