নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সৃতি বিজরিত সৃতিস্তম্ভ প্রাঙ্গন জেলা পরিষদ কতৃক লিজ দেয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই আগষ্ট) স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন সৃতিস্তম্ভ সম্মুখে সৃতিস্তম্ভ রক্ষা কমিটির উদ্দ্যোগে কমিটির আহব্বাহক মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ও সাংবাদিক আসফাক তানভীরের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক আব্দুল মালিক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম,কমরেড আব্দুল মালিক, সমাজ সেবক নবাব আলী তাকি খাঁন, আব্দুল গফফার খায়রুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্ত, সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব, মুক্তিযোদ্ধা সন্তান ডাঃ বিধান দে স্থানীয় ইউ পি সদস্য মাসুদ রানা আব্বাস, এম এ হামিদ, সমাজকর্মী আব্দুল মুনিম রুহেল, ময়নুল ইসলাম পংকি, ফয়জুল হক, আবু মোঃ নাদির, মাসুক আহমদ প্রমুখ। বক্তারা সম্প্রতি জেলা পরিষদ কতৃক রবিরবাজার উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ৭১ এর বধ্যভূমিতে নির্মিত সৃতিস্তম্ভ প্রাঙ্গণ স্থানীয় একটি মহলের কাছে লিজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানান ও অতিসত্বর স্থানটিকে মুক্ত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এসময় উক্ত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।