শেখ মামুনুর রশিদঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী মৌসুমী আক্তার(৩৫)।
স্থানীয়রা জানায়, রোববার বিকেল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মোখলেছুর তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ডারারপাড় এলাকায় পৌঁছালে মোখলেছুর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। মৌসুমী আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আয়েশা সিদ্দিকা এ বিষয়টি নিশ্চিত করেছেন।