13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
August 16, 2015 11:33 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী মৌসুমী আক্তার(৩৫)।

স্থানীয়রা জানায়,  রোববার বিকেল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মোখলেছুর তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ডারারপাড় এলাকায় পৌঁছালে মোখলেছুর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। মৌসুমী আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আয়েশা সিদ্দিকা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/