ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত

admin
October 19, 2015 7:13 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের দর্শনা এলাকায় বাই-সাইকেলে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা আপন ভাই-বোন বলে জানা গেছে, তারা সবাই স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র ছিল।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে দর্শনা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে যান চলাচল  স্বাভাবিক করেন। এ ঘটনার নিহতরা হলো- শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও ছালমা আক্তার সুমাইয়া।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আবদুল আজিজ জানান, দর্শনা বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছোট ভাই-বোনকে নিয়ে রংপুর-দিনাজপুরের দর্শনা এলাকায় বাইসাইকেলে সড়ক পার হচ্ছিল বড় ভাই শরিফুল। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামি জিসান পরিবহনের যাত্রীবাহি বাসটি সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আবদুল মমিনের ছেলে ওই মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী শহিদুল ইসলাম ও তার ছোট ভাই ৭ম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম। আশংকাজনক অবস্থায় লোকজন প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছালমা আক্তার সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সুমাইয়ার বাবার নাম শফিকুল ইসলাম বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিশুরা সবাই স্থানীয় দর্শনা এলাকায়। এদিকে ঘটনার পরপরই এলাকার উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

http://www.anandalokfoundation.com/