রংপুরে সাফল্য পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্নাঢ্য র্যালি, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম সাজু ,উপদেষ্টা গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, গজঘন্টা স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
সকালে রংপুর সিটির আলম নগর এলাকার খেরবাড়ী থেকে বর্নাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,এরপর সাফল্য কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে একযুগ পূর্তির কেক কাটা হয়। বিকেলে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নাটক বাল্য বিবাহ রোধ, সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।