14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

Link Copied!

যশোর শহরের খড়কি এলাকার ইরফান ফারাজী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বলেন, ইরফান ফরাজী এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা নেই।
গত ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর চার দিন অতিবাহিত হতে চললেও এখনো পুলিশ কাউকে আটক করতে পারিনি। এ অবস্থায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
http://www.anandalokfoundation.com/