যশোর প্রতিনিধি: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবারও যশোরবাসীকে আশ্বস্ত করে বললেন, ‘হাইকোর্টের সার্কিট বেঞ্চ যদি অন্য কোথাও হয়, আপনারাও পাবেন।’
সোমাবর সকালে যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী চাচ্ছেন, জনপ্রতিনিধিরা চাচ্ছেন, আপনারা চাচ্ছেন, আমি নিশ্চয়ই বিবেচনা করব। কিন্তু আমাকে প্রথমেই আরও কিছু বিষয় চিন্তা করতে হচ্ছে। আশা করছি, সামনে আরও কিছু বিচারক নেব। শুধু বিচারক নিলেই হবে না, তাদের দুই বছরের ট্রেনিং দিতে হয়। এরপর সরকার যদি সব ব্যবস্থা করে দেয়, সামনের বছর জুনের মধ্যেই এ বিষয়টি বিবেচনা করতে পারব।’ প্রসঙ্গত, এরশাদ আমলে বিভাগ বিকেন্দ্রিকরণের অংশ হিসেবে দেশের অন্য কয়েকটি জেলার মতো যশোরেও হাইকোর্ট স্থাপিত হয়েছিল। কিন্তু পরবর্তী সরকার তা প্রত্যাহার করে নেয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ ইসরাইল হোসেনসহ যশোর জজশিপের বিচারক ও জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত থেকে নিজ চোখে বিচারকার্য পর্যবেক্ষণ করেন।
মতবিনিময় সভায় প্রধান বিচারপতি আরও বলেন, ‘আগে সরকার বা নির্বাহী বিভাগের প্রস্তাব অনুযায়ী যেভাবে বিচারক নিয়োগ দেওয়া হতো এখন সেটা হচ্ছে না। আমি নিজে সন্তুষ্ট না হয়ে কোনো বিচারককে কোনো স্টেশনে দিই না। এক্ষেত্রে সরকার কিংবা নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ আমি গ্রহণ করি না। আমি নিশ্চিত করে বলে দিতে চাই, আমার বিচারকরা এখন সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত। কোনো মহলের কোনোরকম চাপ ছাড়াই তারা স্বাধীনভাবে বিচার করেন।’
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘বারের সাথে সুসম্পর্ক রেখে যত খিঘ্রই সম্ভব মামলা নিষ্পত্তির জন্য আমার বিচারকদের সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছি।’
স্থানীয় আইনজীবীদের উদ্দেশে তিনি বলনে, ‘একইসাথে আপনাদের কাছে কয়েকটা কথা না বলে পারছি না। এখানে (যশোরে) বেশ কয়েকবার সমস্যা হয়েছে। বিচারকদের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আশা রাখব, বিচারকদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন।’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘গুটিকয়েক বিজ্ঞ আইনজীবীর আচরণে বিব্রতকর অবস্থায় পড়েন বিচারকরা। কোনো বিচারক বাড়াবাড়ি করলে আমি দেখব। আমাকে লিখবেন। সর্বোচ্চ তিন দিনের মধ্যে ব্যবস্থা নেব। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, কোর্টেও পরিবেশ যাতে নষ্ট না হয়, কোর্টের কাজে যাতে বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন।’
তিনি বলেন, ‘ঔপনিবেশিক আমলের আইনের কারণে আমাদের ক্রিমিনাল প্রসিডিটর আইনের ৪০ ভাগ অকার্যকর। অন্যান্য দেশে এসব আইন যুগোপযোগী হয়েছে। আমাদেরও এটা যুগোপযোগী করা দরকার। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আমার কথা হয়েছে; তারা এ ব্যাপারে একমত হয়েছেন।’ প্রধান বিচারপতি রোববার যশোর আসেন। তিনি ওই দিন সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজে যশোর জেলা জজশিপ আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে তিনি বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্দেশ্যে বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। সম্মেলনে তিনি জানিয়েছিলেন, চট্টগ্রামে যদি হাইকোর্টের সার্কিট বেঞ্চ হয়, তাহলে যশোরেও হবে।