13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সাংবাদিক নেতাকে অপহরণ করে মারপিট

admin
August 19, 2015 7:43 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) সদস্য এবং ‘আমাদের সময় ডট কমে’র জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল কবীর মিল্টনকে বুধবার দুপুরে পোষ্ট অফিসের সামনে থেকে অপহরণ করে মারপিট করেছে সন্ত্রাসীরা।

সাংবাদিক মিল্টন জানান, তিনি বেলা সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পোস্ট অফিসের সামনে পৌঁছালে পুরাতন কসবার মৃত জাহাঙ্গীর ওরফে খোড়া জাহাঙ্গীরের ছেলে রাজসহ ২৫/২০ জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মিল্টনের সাথে ছিলেন স্থানীয় দৈনিক স্পন্দনের কম্পিউটার অপারেটর নাজিমউদ্দিন। বাধা দিলে তারা সাংবাদিক মিল্টন ও নাজিমকে মারপিট করে। এরপর সাংবাদিক মিল্টনকে অস্ত্রের মুখে জোর করে উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এক ঘন্টা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মারপিট করে বেলা দেড়টার দিকে জেলা রেজিস্ট্রি অফিসের সামনের ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে

আহত মিল্টন জানান, তার মাথা এবং মুখমন্ডলে আঘাত করা হয়েছে। তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইলফোন সেট এবং একটি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। কোতয়ালী থানার ওসি সিকদার আককাছ আলী বলেন, ‘সাংবাদিককে অপহরণের ঘটনা শুনেছি। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে।’

সাংবাদিক মিল্টনকে মারপিটের ঘটনায় বেলা তিনটার দিকে প্রেসক্লাব যশোরের ব্যানারে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে অবিলম্বে দুর্বৃত্তদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এদিকে সাংবাদিক মিল্টনকে অপহরণ করে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমানসহ সাংবাদিক নেতারা। বিবৃতিদাতারা অবিলম্বে সাংবাদিক মিল্টনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রত আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও বিএফইউজের একাংশের নেতা জাহিদুল কবির মিল্টনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে আটক ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব।

নেতৃবৃন্দ সাংবাদিক মিল্টনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মিল্টনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পুলিশ আটক করতে ব্যর্থ হয় তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবেন। নেতৃবৃন্দ যশোরে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। এদিকে বিএফইউজের কার্য নির্বাাহী কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু অনুরুপ এক বিবৃতিতে, সাংবাদিক মিল্টনের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/