যশোর প্রতিনিধিঃ সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর জখম আবু হানিফা (২৫) রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত দশটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবু হানিফা যশোর শহরের পূর্ববারান্দিপাড়া ফুলতলা এলাকার বশিরউদ্দিনের ছেলে।
নিহতের ভাই ফারুক হোসেন জানান, পূর্ববারান্দি খলিফাপাড়ার যুবকদের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় আবু হানিফাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
শনিবার রাত সাড়ে দশটা দিকে সখিনা স্কুলের পাশে হানিফাকে একই এলাকার শাওন, বাচ্চু, মামুন, বুলুসহ কয়েক যুবক এই ঘটনা ঘটায়। মুমূর্ষু অবস্থায় রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।
তবে হাসপাতালে আসা স্থানীয় কয়েকজন জানায়, শাওনের বোন বন্যার সঙ্গে আবু হানিফার প্রেমজ সম্পর্ক। শাওন তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। বছর দেড়েক আগেও তাকে মারধর করে শাওন। স্থানীয়দের দাবি, বোনের সঙ্গে সম্পর্ক রাখার কারণেই এ হত্যাকান্ড।
যোগাযোগ করা হলে যশোর কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বলেন, ‘হত্যাকান্ডের ঘটনা শুনেছি। তবে কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।’ তিনি জানান, মামলা করা হলে তদন্তের পর মূল ঘটনা জানা সম্ভব হবে।