যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে ৮ লাখ টাকা মূল্যের মুরগীর খাবারসহ ট্রাক উধাওর ঘটনায় চালকের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে সীমের যোগাযোগের সুত্রধরে গাজীরপুর জেলা কালিয়া কৈ উপজেলা ধূনী ঘরা গ্রামের স্বামী স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে।
এরা হচ্ছে, মৃত সূর্য মোহন বর্মনের ছেলে অমর চন্দ্র মোহন,স্ত্রী শেফালী রানী ও মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল হামিদ।সম্প্রতি ট্রাকভর্তি মুরগীর খাবার নিয়ে ট্রাকটি উধাওর ঘটনায় উক্ত ট্্রাকের চালক ও মালিকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলার মোবাইল কললিষ্টের মাধ্যমে শুক্রবার রাতে অমর চন্দ্র বর্মন,শেফালী রানী ও আব্দুল হামিদকে পুলিশ আটক করে। শনিবার আটককৃতদের উক্ত মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।