ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রাননাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ

admin
September 1, 2015 8:03 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ যশোর ক্যান্টন মেন্ট বোর্ডের অবসর প্রাপ্ত গাড়ী চালক আবুল হাসেমকে চিহ্নিত ব্যক্তিদের হুমকীকে কোতয়ালি থানায় সাধারণ ডাইরীভূক্ত করেছে। বর্তমানে তিনি চরম ভীত সন্ত্রস্তর মধ্যে রয়েছে।

যশোর শহরের বকচর হুশতলার মৃত কালু শেখের ছেলে আবুল হাসেম সম্প্রতি যশোর আদালতে প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরছিল।দুপুরের দিকে বাড়িতে ফেরার সময় আদালতের সামনে মেইন রাস্তার উপর পৌছালে বকচর হুশতলার চিহ্নিত ব্যক্তিরা আবুল হাসেমকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো ও তাকে ও তার ভাই এবং ভাইপোদের খুন জখমের হুমকী দেয়। সে চরমভাবে ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়লে কোতয়ালি থানায় সাধারন ডাইরীভূক্ত করে। তিনি বাড়িতে ফিরে গেলেও চরম আতংকের মধ্যে রয়েছে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/