যশোর প্রতিনিধিঃ পাচার থেকে উদ্ধারকৃত সারভাইভারদের পুর্নবাসন ও পুনঃএকত্রিকরণের লক্ষ্যে সমন্বিত সেবা নিশ্চিত করার জন্য যশোরে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা ম্যাপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের বিসিটিআইপি প্রকল্পের আয়োজনে স্থানীয় এফপিএবি মিলনায়তনে বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রট মিনহাজুর রহমান। বিসিটিআইপি প্রকল্পের ম্যানেজার ফেরদৌসি আখতারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রিয়াজ শরীফ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি’র রেজিস্টার নুর ইসলাম, যশোর বাস মালিক সমিতির সহসভাপতি আবুল কাশেম, বিসিটিআইপি প্রকল্পের সমন্বয়কারী রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল’র কারিগরি সহায়তায় বিসিটিআইপি প্রকল্পটি যশোর ও সাতক্ষীরা জেলায় ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়ন করছে।