যশোর প্রতিনিধিঃ ফিডার সড়কে থ্রি হুইলার গাড়ি চলাচলের অনুমতি প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে যশোর শহরের দড়াটানায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন। সকাল নয়টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েকশ’ থ্রি হুইলারের মালিক ও শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, শ্রমিক সমিতির সভাপতি শিমুল শিকদার, সাধারণ সম্পাদক ইউসুফ শিকদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফিডার সড়কে থ্রি হুইলার চলাচলের অনুমতি প্রদানের দাবি জানিয়ে বলেন, থ্রি হুইলারের সাথে কয়েক হাজার মালিক, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যের রুটি রুজি জড়িয়ে আছে। তাই এ যানবাহণগুলো চলাচলের অনুমতি না দিলে এর সঙ্গে সম্পৃক্তরা চরম বিপর্যয়ের মধ্যে পড়বে।
নেতারা বলেন, কোনো ফিডার রোডে বাস চলতে পারে না। কিন্তু সেসব রোডে বাস চলার অনুমতি দেয়া হয়েছে। অবিলম্বে ফিডার রোড থেকে বাস উঠিয়ে থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেবার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।