13yercelebration
ঢাকা

যশোরে জেলা বিএনপির বিক্ষোভ

admin
September 6, 2015 7:03 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার সকালে শহরের টাউন হল ময়দান থেকে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার জোর করে ক্ষমতা দখল করে জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনকল্যাণে কোনো কাজ না করে উল্টো তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়াচ্ছে। সাবু বলেন, ফ্যাসিস্ট এ সরকার এখন আর জনগণের ভোটের প্রত্যাশা করে না। পুলিশ ও বিভিন্ন বাহিনীর সহায়তায় ক্ষমতা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চায়। এজন্য সারাবিশ্বে যখন তেল গ্যাস বিদ্যুতের দাম কমছে, তখন এ অবৈধ সরকার দেশের মানুষের মতামত ছাড়াই দাম বৃদ্ধি করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার উচ্চারণ করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি, আনসারুল হক রানা, আব্দুর রাজ্জাক, ছাত্রদলনেতা নাসির উদ্দীন নাসু, জহুরুল হক শিমুল, রেজানুল ইসলাম খান রিয়েল, শরিফুল ইসলাম হ্যাট্রিক প্রমুখ।

http://www.anandalokfoundation.com/