যশোর প্রতিনিধিঃ যশোরের খাজুরা বাজারে সজিব এগ্রোফুড নামে একটি অটোরাইস মিলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ মিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব সাইফুল হাসিব।
এ সময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল হাই, মিউসুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানসহ বিভিন্ন রাইস মিলের মালিক, ব্যাংক কর্মকর্তা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অঞ্চলের বৃহৎ এ মিলটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৮শ মেট্রিক টন বলে জানান মিলের মালিক আব্দুল হাই। মিলটি বেকার সমস্যা সমাধানেও ভুমিকা রাখবে বলে আশা করছেন