14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পৌর বাস টার্মিনালের উদ্বোধন

admin
September 11, 2015 11:29 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ দীর্ঘ অপেক্ষার পর গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেহেরপুর পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম নতুন বাস টার্মিনালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু। এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়।

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহ্জা গোলাম রসুল, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান রানা, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আঃ হান্নান, কার্যকরী সভাপতি এনামুল হক।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর প্যানেল মেয়র সৈয়দ মুনজুরুল কবীর রিপন, মেহেরপুর পৌর কাউন্সিলর মোহাম্মদ বিন হাসেম (কামরুল), মনিরুল ইসলাম মনি, আঃ রকিব, ইমতিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম, রিয়াজউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক,বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন, শ্রমিক নেতা ফারুক হোসেন,রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুর বাস মিনিবাস মালিক সমিতির সদস্য, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য,  ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাত দিপু।

http://www.anandalokfoundation.com/