মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধি বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিকের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষাভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগাঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্র লীগের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।