মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৬-১৮): মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা জজ মোহাম্মদ গাজী রহমান,পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন জিকেএম শামসুজ্জামান, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা জজ আদালতের পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, মেহেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী,এ্যাডঃ শাহাজাহান আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস,আব্দুল হালিম, এ্যাডঃ মিয়াজান আলী, সাধারণ সম্পাদক এম.এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, বর্তমান সাধারন সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাঃএর সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।