13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর জাবজ্জীবন কারাদন্ড

admin
September 2, 2015 7:31 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান। বুধবার দুপুরে তিনি এ রায় প্রদান করেন। দন্ড প্রাপ্ত রিপন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রেজাউলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ১৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলবাড়িয়া-বামুন্দি সড়ক থেকে ৮০ গ্রাম হোরোইন সহ রিপন কে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। যার মামলা নং- জিআর ১২১/১৪ এবং সেশন- ১২৬/১৪।

http://www.anandalokfoundation.com/